নিজস্ব প্রতিনিধি: বুধবার (১৫ ফেব্রুয়ারী) দৈনিক মানবজমিন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে ১৫ ফেব্রুয়ারী বুধবার কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটন মিলনায়তনে এ রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ পাঠকজমিন এর আহ্বায়ক আবদুর রহমান রুমীর সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল রহমান, প্রবীণ সাংবাদিক মু আ লতিফ এবং কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি। এতে অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক এটিএম নিজাম, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, বিআরডিবি’র সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট নিজাম উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাছুমা আক্তার, সিনিয়র সাংবাদিক এডভোকেট শেখ মাসুদ ইকবাল, আহমাদ ফরিদ, সাইফউদ্দিন আহমেদ লেনিন, সাইফুল মালেক চৌধুরী, নূর মোহাম্মদ, মাজহার মান্না, মনোয়ার হোসাইন রনী ও রুহুল আমিন চৌধুরী জুয়েল, সংবাদপত্র এজেন্ট পত্রিকা ঘর এর স্বত্ত্বাধিকারী এম এ সাদেক মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপস্থিত সুধীজন ও অতিথিদের সাথে নিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মানবজমিন এর রজতজয়ন্তীর কেক কেটে উৎসব উদ্বোধন করেন।
উৎসবে অন্যদের মধ্যে নিউ নেশন এর সিনিয়র রিপোর্টার আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, আজকের বিজনেস বাংলাদেশ ও সময়ের কন্ঠস্বরের প্রতিবেদক আতা মোহাম্মদ ওবায়েদ, ডেন্টাল সার্জন ডা. ফারুক আহমেদ, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাঈমা আক্তার ও আফরোজা আক্তার সুমী, সংবাদপত্র এজেন্ট মাজহারুল হক ও সৈয়দ আল আক্কিল মোকাররম, নয়াদিগন্ত প্রতিনিধি মো. আল আমিন, দেশ টিভি’র প্রতিনিধি টিটু দাস, ঢাকা টাইমস এর প্রতিনিধি আমিনুল হক সাদী, যায়যায়দিন এর প্রতিনিধি আশরাফ আলী, আনন্দ টিভি’র প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, চ্যানেল ২৪ এর প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, দৈনিক বাংলাদেশ কণ্ঠ প্রতিনিধি শফিক কবীর, আমাদের নতুন সময় এর প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আলী রেজা সুমন, আজকের পত্রিকা’র প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, বিজয় টিভি’র প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, প্রমুখ উপস্থিত ছিলেন।