প্রত্যয় ডেস্ক: ইউরোপে বেড়েই চলেছে করোনার প্রকোপ। বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। বলা হচ্ছে, দ্বিতীয় দফা করোনা সংক্রমণ আরো বাড়বে ইউরোপে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায ফ্রান্সে ৭ হাজার ৩৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৭৭ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৫৯৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ৮৬ হাজার ১৭৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩০৪ জন। এদের মধ্যে সংকটাপন্ন রোগী ৩৮৭ জন। এ পর্যন্ত দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৩০ হাজার ৮১২ জনের।
রাশিয়াতে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৯ লাখ ৮৮ হাজার ৩৪৬ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ৮ লাখের বেশি মানুষ। হাসপাতালে চিকিৎসাধীন ১ লাখ ৬৫ হাজার ২৫ জনের মধ্যে সংকটাপন্ন অবস্থা ২ হজার ৩০০ জনের। দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৫১ হাজার ৭৪৭ জনের।
গত ২৪ ঘন্টায় স্পেনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪ লাথ ৫৫ হাজার ৬২১ জন। করোনায় প্রাণ গেছে ২৯ হাজার ১১ জনের। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছেন ৭৫১। দেশটিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ১৭ হাজার ৪৪৬ জনের।
ইউরোপে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ১৪৬২ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৫ হাজার ৪০৯ জন। মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬ হাজর ৯০২ জন। চিকিৎসাধীন ২৩ হাজার ৩৫ জনের মধ্যে ৭৪ জনের অবস্থা সংকটাপন্ন। দেশটিতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ১০ হাজার ৫১০ জনের।
জার্মানিতে গেলো দিনে ১৫৪৯ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ১১৪ জন। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৬০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২লাখ ১৭ হাজার ৬১ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৫ হাজার ৬৯৩ জন। এদের মধ্যে ২৪৫ জন সংকটাপন্ন। দেশটিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১২ লাখ ৮ হাজার ৯১ জনের।