মাহমুদুল ইসলাম মিঠু:বিশেষ প্রতিনিধি:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা খাদ্য গুদামে আজ মঙ্গলবার (২৮এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে টানমেউহারী গ্রামের আবদুল হাই নামের এক কৃষকের কাছ থেকে সরকারি ন্যায্যমুল্যে একটন ধান ক্রয় করে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা আবু তালেব এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম,ধর্মপাশা খাদ্য গুদামের ওসিএলএসডি সুজন রায়,সাংবাদিক সালেহ আহমদ,মোবারক হোসাইন প্রমুখ।
প্রকৃত কৃষকদের তালিকা তৈরি না করে ধান সংগ্রহের উদ্বোধন করায় বিষয়টি হটকারিতা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, কৃষি সংক্রান্ত কাজে আমাদের অফিসের সবাই ব্যস্ত থাকায় তালিকা তৈরির কাজ কিছুটা পিছিয়েছে। সবাই ব্যস্ত সময় পার করছি।আশা করছি সপ্তাহ খানেকের মধ্যেই তালিকা তৈরির করার কাজ সম্পন্ন হবে।
২৮.০৪.২০২০