নরসিংদী প্রতিনিধি : ২৮ নভেম্বর রোববার সারাদেশে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এদিন নরসিংদী সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে নরসিংদী সদর উপজেলায় আওয়ামীলীগের জয়জয়কার লক্ষ্য করা গেছে। এতে ১০টি ইউনিয়নের ৯টিতে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী জয়লাভ করে এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল প্রতিকে জয়লাভ করে।
সদর উপজেলার ইউনিয়ন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-(১)হাজীপুর- পিন্টু নৌকা (আওয়ামীলীগ), (২)মেহেরপাড়া- প্রান্ত নৌকা(আওয়ামীলীগ, (৩)আমদিয়া- মিঠু নৌকা (আওয়ামীলীগ), (৪)শীলমান্দী- গিয়াসউদ্দিন নৌকা (আঃলীগ), (৫)পাইকারচর- হাসেম নৌকা (আওয়ামীলীগ, (৬)পাঁচদোনা -মিজান নৌকা (আওয়ামীলীগ), (৭)নজরপুর- সাইফুল নৌকা (আওয়ামীলীগ), (৮)করিমপুর- মমিন নৌকা(আওয়ামীলীগ), (৯)কাঠালিয়া এবাদ -নৌকা (আওয়ামীলীগ), (১০)চিনিশপুর- তুহিন মটর সাইকেল (স্বতন্ত্র)।
এদিকে ভোটের মাঠে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে কয়েকটি ইউনিয়নে ভোট বর্জনের খবরও পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন , করিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া ও কাঁঠালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ;জহিরুল ইসলাম হিরন মোল্লা দুপুরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।