নিজস্ব প্রতিনিধি: শনিবার বটতলা মোড়ে কিশোরগঞ্জে নরসুন্দা নদীর সীমানা নির্ধারণ, পিলার স্থাপন, দূষণ-দখল বন্ধ করা, কাউনার বাঁধ খুলে দেওয়াসহ সঠিকভাবে খনন করে নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) দুুপুরে শহরের বটতলা এলাকায় মানববন্ধনের আয়োজন করে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) এর সভাপতি অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।
এতে বক্তব্য রাখেন সদর মুক্তমঞ্চ শরীর চর্চার সভাপতি মো. আবু হাসান বাবু, সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, সামাজিক আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক লুৎফুল বারী, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, ডা. সুবীর নন্দী, অধ্যাপক মাহবুবুর রহমান, স্বপন চৌধুরী, পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)’র সাধারণ সম্পাদক কবি বাধন রায় ও
মানববন্ধনে শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।