মোঃ শাহাদৎ হোসেন ভ্রাম্যমান প্রতিনিধিঃ
নাটোর সিংড়া মানুষের নয়নের মনি, সৎ ন্যায়নীতিবান অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদকারী বর্তমান নাটোর সিংড়া উন্নয়নের নজীর দৃষ্টান্ত স্হাপনকারী জুনাইদ আহাম্মেদ পলক।
পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ক্ষমতায় এসে চলনবিলবাসীর কাদা মাটি রাস্তা হয়েছে সার্বমার্চিবল, যেখানে পান্তা খেয়ে কলেজে আসতো ছেলে মেয়ে তাদের দেওয়া হয়েছে ডিজিটাল ল্যাব প্রায় সব স্কুল কলেজে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছেন যা ছিল স্বপ্ন তা আজ দৃশ্যমান। সিংড়া রাস্তাঘাট হয়েছে নজীর বিহীন সৌন্দর্যের প্রতিক। রাস্তার পাস দিয়ে খেটে খাওয়া মানুষের ও দূরদূরান্ত থেকে পথ চলা মানুষের জন্য রয়েছে ছাতা ছাউনি যাহা মানুষের মনে আনন্দের দোলা দিয়ে যায় শুধু তাই না সিংড়া জিরো পয়েন্টে সে করেছে বিশাল নৌকা, শাপলা, মাছের মুরাল যাহা পর্যটকের মন কেড়ে নেয়। বাংলাদেশের মহামারী নভেল করোনা যখন কাপছে সারাবিশ্ব ঠিক সেই সময়ে নাটোর সিংড়া মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করছে। দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই প্রিয়নেতা। এান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এই নেতা। সর্বপূরি মানুষের বিপদে যায় প্রথম প্রদাচনা তার নাম জুনাইদ আহমেদ পলক।
৮ নং শেরকোল ইউনিয়নের, আমেনা বেওয়াকে ঘর করে দিলেন, গরিব,দুঃখী,অসহায় মানুষের আস্থার প্রতিক চলনবিলের কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা জননেতা জুনাইদ আহমেদ পলক ভাই।মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্হ রাখেন এবং নেক হায়াত দান করেন এই কামনার করেন নাটোর সিংড়া বাসী।