নিজস্ব প্রতিনিধি: নানান আয়োজনে আয়োজনে রওশন-ফেরদৌস গার্লস স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ মার্চ সকালে রওশন-ফেরদৌস গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী ও শিক্ষকের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় পরে “বঙ্গবন্ধু” সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়, যার দ্বারা ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীবৃন্দ জানতে পারবে বহু কিছু, সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবে সঠিক ইতিহাস।
সারা দেশে দিনটি আজ জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।
সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতার এ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবেও উদযাপিত হয়। এ বছরের প্রতিপাদ্য—‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।