মোঃ আবু হানিফ সরকার, নান্দাইল থেকে: ময়মনসিংহের নান্দাইল হঠাৎই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নান্দাইল থেকে পাঠানো ৮ টি নমুনার মধ্যে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে চারজন নতুন করে করোনা পজিটিভ হয়েছে। সোমবার অফিস টাইমে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাঈদ।
তিনি জানান, নতুন আক্রান্ত সকলেই পুরুষ তাদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। আক্রান্তদের মধ্যে একজন নান্দাইল পল্লীবিদুৎ অফিসের স্টাফ। ২ জন গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা ও উন্দাইল গ্রামের। অপর একজনের বাড়ি চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামে। নান্দাইল থেকে গতকাল পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৯৫ টি, ফলাফল ৫৮৪ টির। আক্রান্ত হয়েছে ৪৯ জন সুস্থ হয়েছে ৩৮ জন। হোম আইসোলোশনে রয়েছে ১১ জন।
নান্দাইল উপজেলার বাহিরে আক্রান্ত হয়ে ঢাকায় ১জন ময়মনসিংহ এসকে হাসপাতালে ১জন কিশোরগঞ্জ হাসপাতালে ১ জন মোট তিন জন করোনা রোগী মৃত্যু বরণ করেছে। তাদের সকলের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।