এ এম উবায়েদ, নিজস্ব প্রতিনিধি: কিশোরগন্জ ডিষ্টিক এসোসিয়েশন ইউ এস এ ইনক কর্তৃক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১ মে) নিউইয়র্ক সময় সন্ধ্যয় নবান্ন পার্টি হল জ্যাকসন হাইটসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, কিশোরগঞ্জ সদর থেকে নির্বাচন করার স্বপ্ন ও ইচ্ছে আমার রয়েছে। তবে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যাবার শক্তি ও সাহস আমার নেই। রাজনীতিতে তার ছায়াতলে থেকেই এ জীবনের ইতি টানতে চাই। তিনি চাইলে এলাকার জনগনের আর্শীবাদ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করবো।
যুক্তরাষ্ট্রস্থ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এ জীবনে ব্যক্তিগতভাবে আর চাইবার কিছু নেই। সর্বশেষ ইচ্ছে জন্মস্থান কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। এলাকার জনগনের নেতা আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজ পূরন করে কিশোরগঞ্জকে এগিয়ে নেয়াই আমার স্বপ্ন। আপনারা আমার জন্য দোয়া করবেন।
কৃষিবিদ হুমায়ুন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিশ্বব্যাংকের আমন্ত্রনে ওয়াশিংটনে এসেছেন গত ২৮ মার্চ। এ সফরের মাঝে নিউইয়র্কে অবস্থানরত কিশোরগঞ্জবাসী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ভাইবন্ধুদের সাথে দেখা করতে নিউইয়র্কে ছুটে আসেন। ১ মে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: হোসেন আনোয়ার আঙ্গুর। পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শফিক খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবিএম ওসমান গনি, বাবু ভজন সরকার, মফিজুর রহমান দুলাল, মাহফুজুল হাসান, নুরুল ইসলাম, আব্দুল ওয়াহাব, জয়নাল আবেদীন জয়, কিবরিয়া, শহীদুজ্জামান, আহমেদ নুর আবীর, সেলিম চৌধুরী, পলাশ রায়, মনিরুজ্জামান প্রমুখ।