নিজস্ব প্রতিবেদক: শ্রিপা দাস শিখা এই সময়ের অভিনেত্রী ও মডেল। ছোট বেলা থেকেই নৃত্য,গান,মঞ্চ নাটকে অভিনয় করতেন তিনি। তারপর থেকে নিয়মিত করে গেছেন নৃত্য ও মঞ্চ নাটক। ইতিমধ্যে ধারাবাহিক, ওয়েবফিল্মে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বিটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘হীরামন’, এস এ টিভিতে প্রচারিত ‘বিবাহ সমাচার’ সহ কাজ করছেন এই অভিনেত্রী এছাড়াও ওয়েব ফিল্ম ‘ব্যাচেলর ইন ট্রিপ’ অভিনয় করেছেন।
শ্রিপা দাস শিখা বলেন.দর্শকদের জন্য আগামীতে আরও ভালো ভালো কাজ করবো।ইতিমধ্যেই কিছু কাজের কথা চলছে। আগামীতে আরও ভালো ভালো কাজ করতে চাই। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী করে তৈরি করতে চাই। নিজেকে সেভাবেই প্রস্তুত করতেছি। সামনে আরও ভালো ভালো কাজ করতে চাই। সিনেমা নাটক এবং মডেলিং সব নিয়েই ভাবনা আছে সবসময় এগুলোতেই সময় দিবো।
এই অভিনেত্রীর বেশ কিছু কাজ মুক্তির অপেক্ষায় আছে। খুব শীগ্রই সেগুলো প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেল এ।