নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের সম্পদ দিয়েই সমৃদ্ধ দেশ গড়তে হবে। বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ এমন পরিকল্পনা নিয়েই কাজ করছে সরকার।
আজ (বৃহস্পতিবার) নবীণ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। মানুষের জন্য সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বলেন, দেশে যে অগ্রসর হতে পারে আওয়ামী লীগ সরকারই তা প্রমাণ করেছে।
সরকারের বিভিন্ন দপ্তরের বিসিএস ক্যাডারের নবীণ কর্মকর্তাদের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি। প্রশিক্ষণে ৬৮ জন সেরা প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে তিনজনকে প্রধানমন্ত্রীর পক্ষে সনদপত্র হস্তান্তর করেন লোক প্রশাসন কেন্দ্রের রেক্টর।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস সারাবিশ্বকে স্থবির করে দিয়েছে। এর মধ্যেও দেশের মানুষের জন্য সেবা নিশ্চিত করতে কাজ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশকে পিছিয়ে দেয়া হয়েছিল। তাই এখন সকলের দায়িত্ব এই দেশকে গড়ে তোলা। আর কখনও যেন দেশ পেছনের দিকে না যায় সরকারের নবীন কর্মকর্তাদের সেদিকে লক্ষ্য রাখতে বলেন প্রধানমন্ত্রী।
দেশের প্রতিটি মানুষ যেন সরকারের সেবা এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন শেখ হাসিনা। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করতে কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।