1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

নেইমারকে ফের বার্সেলোনায় ফিরাতে চান সান্দ্রো রসেল

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৪৭ Time View
নেইমারকে ফের বার্সেলোনায় ফিরাতে চান সান্দ্রো রসেল

প্রত্যয় স্পোর্টস ডেস্ক: ২০১৩ সালে সান্দ্রো রসেলের নেতৃত্বাধীন বোর্ডের বুদ্ধিমত্তায় সান্তোস থেকে নেইমারকে এনেছিল বার্সেলোনা। সাফল্যময় চারটি বছর ন্যু ক্যাম্পে কাটিয়ে তিনি পাড়ি দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। আচমকা চলে যাওয়ায় বর্তমান বোর্ড নেইমারের ওপর ক্ষুব্ধ হলেও তাকে ন্যু ক্যাম্পে নিয়ে আসা রসেল কিন্তু সে দলের নন। বার্সেলোনার সাবেক সভাপতি আবারও কিনতে চান ব্রাজিালিয়ান তারকাকে।

নেইমার রিয়াল মাদ্রিদের নজর ছিলেন অনেক আগে থেকে। তার ইউরোপ-গমন নিয়ে কত আলোচনা যে হয়েছে সে সময়। কিন্তু লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছা থাকায় এবং বার্সেলোনার তখনকার বোর্ড কূটনৈতিক বিষয়গুলো দারুণভাগে সামলে নেওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০১৩ সালে যোগ দেন ন্যু ক্যাম্পে। মাঠের বাইরের লড়াইয়ে ওটা ছিল রিয়ালের বিপক্ষে বার্সার বিশাল ‘জয়’।

বার্সেলোনায় সবকিছু ভালোই চলছিল নেইমারের। কিন্তু হঠাৎই ২০১৭ সালের গ্রীষ্মে ২২২ মিলিয়ন ইউরোতে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে তিনি নাম লেখালেন পিএসজিতে। যদিও প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর থেকেই তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন। গত গ্রীষ্মের দলবদলে চেষ্টা করেও ফেরাতে পারেনি কাতালানরা। শোনা যায়, নেইমার যেভাবে ন্যু ক্যাম্প ছেড়েছেন, সেটা পছন্দ হয়নি বার্সেলোনার বর্তমান বোর্ডের। এজন্য নেইমার ফিরুক, বোর্ডের অনেকেই নাকি চান না।

রসেলের ভাবনা অবশ্য ভিন্ন। তিনি যদি বোর্ড সভাপতি থাকতেন, তাহলে আবারও কিনতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। বার্সেলোনার সাবেক সভাপতির বক্তব্য, ‘আমি আবারও নেইমারকে সই করাবো, কারণ লিওনেল মেসির সঙ্গে সে-ই একমাত্র খেলোয়াড়, যে পার্থক্য গড়ে দিতে পারে। মাঠের মধ্যে ওর ব্যক্তিত্ব অসাধারণ।’

নেইমারের জীবনযাপন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে রসেলের। ফ্যাশন সচেতনার সঙ্গে পার্টি করার ঝোঁক তার প্রচণ্ড। পিএসজি তারকাকে সই করানোর ক্ষেত্রে এই বিষয়গুলোও নজরে রাখবেন তিনি, ‘অবশ্যই নেইমারের সঙ্গে আমি দুটো বিষয়ে চুক্তি স্বাক্ষর করবো- একটি স্পোর্টিং, অন্যটি তার আচার-আচরণের।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..