প্রত্যয় স্পোর্টস ডেস্ক: নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ফরাসি লিগ ওয়ানে জয় ছিনিয়ে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মাউরো ইকার্দির জোড়া গোলের সুবাদে ফরাসি চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে রেইমসকে। ইকার্দি ম্যাচে গোল দুটি করেন ৯ম ও ৬২তম মিনিটে। তার দুটি গোলেই সহায়তা করেন কাইলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে পাঁচ ম্যাচে এটি পিএসজি’র তৃতীয় জয়। বাকি দুটিতে হার মেনেছে কোচ টমাস টাচেলের দল।
অলিম্পিক লিঁ’র বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। সেই নিষেধাজ্ঞা শাস্তি কাটিয়ে এই ম্যাচের মাধ্যমে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান এ তারকা ফরওয়ার্ড। তবে গোলের দেখা পাননি।