আন্তর্জাতিক ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ডোনাল্ড ট্রাম্প সাইড করে দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
তবে ট্রাম্প এ দাবি অস্বীকার করেছেন। কিন্তু তিনি বলেছেন, “মাচাদোর নোবেল জেতা উচিত হয়নি।”
গত বছর নোবেল শান্তি পুরস্কার জয়ের আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। শুধু গোপনে নয়, একাধিকবার প্রকাশ্যে তিনি বলেছেন, এ বছরের নোবেল পুরস্কারের জন্য তিনিই যোগ্য। তবে তাকে শান্তিতে নোবেল না দিয়ে দেওয়া হয় ভেনেজুয়েলার মাচাদোকে।
ওয়াশিংটন পোস্টকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, “যদি মাচাদো নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়ে বলতেন, আমি এটি গ্রহণ করতে পারব না। কারণ এ পুরস্কার ট্রাম্পের। তাহলে তিনি আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন।” মাচাদোর পুরস্কার গ্রহণকে ‘পাপ’ হিসেবে অভিহিত করেছেন এ কর্মকর্তা।
ট্রাম্প বিষয়টি অস্বীকার করে বলেছেন, “তার এ পুরস্কার জেতা উচিত হয়নি। কিন্তু ভেনেজুয়েলা নিয়ে আমার সিদ্ধান্তের সঙ্গে এটির কোনো যোগসূত্র নেই।”
গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে হামলা চালিয়ে ধরে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা।
এর কয়েক ঘণ্টা পর মাচাদো এক্সে একটি পোস্ট করেন, সেখানে তিনি জানান এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে তারা প্রস্তুত। তবে তার এ আশা ভেঙে দেন ট্রাম্প।
তিনি ওইদিনই এক সংবাদ সম্মেলনে বলেন, মাচাদো ভেনেজুয়েলাকে শাসন করতে পারবেন না। তার সেই সক্ষমতা নেই। ভেনেজুয়েলার ভেতর তার জনসমর্থন নেই; এমনকি দেশটির মানুষ তাকে শ্রদ্ধাও করেন না।
সূত্র: এনবিসি নিউজ