বনানী (ঢাকা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে ঢাকায় ন্যায্যমূল্যে তা বিক্রি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ ন্যায্যমূল্যে সবজি বিক্রি চালিয়ে যাচ্ছে।
বুধবার (১৫ নভেম্বর) মহাখালী ওয়্যারলেস গেইট মোড়ে সবজি বিক্রি কার্যক্রম দেখা যায়। ন্যায্যমূল্যে সবজি বিক্রিতে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।
একই সঙ্গে সারাদেশে এই কর্মসূচি পালন করছে ছাত্রলীগ কর্মীরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যায্যমূল্যে সবজি বিক্রি কর্মসূচির তথ্য জানানো হয়।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি জেলা, নগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করা হবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের কর্মীরা পাড়া-মহল্লায় এবং শহর-গ্রামের প্রতিটি মোড়ে সবজি বিক্রি করবেন।