শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির পরিচয় মিলেছে। এরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের ছেরমান (৪০), একই উপজেলার বাঙ্গালা গ্রামের দুলাল (৩০) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়ার গ্রামের ইয়াকুব আলী (৪২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি (তদন্ত) জানান, নিহতরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। এদের মধ্যে ইয়াকুব আলীর বিরুদ্ধে রয়েছে একটি হত্যা মামলাও।
ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে মরদেহ তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
উল্লেখ্য, শুক্রবার(৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ভাঙ্গুড়া উপজেলার পাঁচবেতুয়ান বাওনজানপাড়া গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এসময় সন্দেহভাজন চোরদের ধরতে এসে তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের দুইজন আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে তাদের নাম পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের বিভিন্ন জেলার থানাগুলোতে বার্তা পাঠায়।
এদিকে, ময়নাতদন্ত শেষে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।