রাজবাড়ী সংবাদদাতা: দীর্ঘদিন ধরে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নেই কমিটি, আহবায়ক কমিটি দিয়ে চলছে নাম মাত্র কার্যক্রম, নেই পাহারার জোরদার, অপর দিকে বেড়েছে ট্যাপেন্টা খোরদের দৌরাত্ব। পাংশা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, তবে মাদক হিসেবে ব্যাবহ্নত ট্যাপেন্টা ট্যাবলেট সম্প্রতি বিভিন্ন ঔষধের দোকানে সহজে প্রকাশ্যেই বিক্রি হতে দেখা গেছে।
রবিবার রাতে ডাক বাংলো মার্কেটের সিমা খাদ্য ভান্ডার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে ওই দোকানের মালিক শহিদুল হক শাহিন ও রমন বাড়ী চলে যায়। সকালে দোকানে এসে তারা দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের চালের উপরে টিন কেটে দোকানের ভিতর ঢুকে তাদের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা, ২টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে সংঘবন্ধ চোরের দল।
স্থানীয়রা বলছেন এটা ট্যাপেন্টা খোরদের কাজ, একই সাথে তারা বলেন দীর্ঘদিন ধরে পাংশা বাজার ও শিল্প বনিক সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, নেই জোরদার পাহারা। এসব কারনেই বাজারে চুরি সংঘটিত হচ্ছে বলে ব্যবসায়ীদের ধারণা। পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।