পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতার বাছাই পর্বের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা সদরেরর আল – হেরা নুরানী আদর্শ হাফিজিয়া মাদরাসা সংলগ্ন ঈদগাহে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
৩১ ডিসেম্বর দ্বিতীয় পর্বের বাছাই অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জে।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার ৩৫টি মাদ্রাসা থেকে ২২১ জন হাফেজ এ প্রতিযোগীতায় অংশ নেন।
পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা (অনুর্ধ্ব ১০বছর) ও ৩০ পারা (অনুর্ধ্ব ১৮বছর)- এই পাচঁটি দলে মোট ২২১ জন থেকে ৩১ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এর মধ্যে ৩০ পারা (অনুর্ধ্ব ১৮বছর) গ্রুপে সাত জন, ৩০ পারা (অনুর্ধ্ব ১০বছর) গ্রুপে তিন জন, ২০ পারা গ্রুপে সাত জন, ১০ পারা গ্রুপে সাতজন ও পাচঁ পারা গ্রুপে সাত জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সহ-সভাপতি হাফেজ ক্বারী মো.নুরুল ইসলামের তত্বাবধানে মাওলানা সাইফুল্লাহ তারেক ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি মাওলানা শরীফুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দীন, এসডি শরীফ প্রমুখ।
বাছাই পর্বের বিচারক হিসেবে ছিলেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা আহমেদ উল্লাহ, সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা তৈয়বুর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।