ধর্ম ডেস্ক: প্রশ্ন : কোন সব জিনিসের ওপর জাকাত দিতে হয়? আর পাথর, প্লাটিনাম ও মোতির জাকাত দিতে হবে?
উত্তর : ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম; যা সম্পদের পবিত্রতা এবং অভাবগ্রস্তদের প্রয়োজন নিবারণের জন্য আল্লাহতায়ালা ধনবান ব্যক্তিদের ওপর ফরজ করেছেন। সোনা-রুপা, নগদ টাকা ও ব্যবসায়িক পণ্যের ওপর জাকাত দিতে হয়।
প্রশ্নে বর্ণিত মোতি, পাথর ইত্যাদি ব্যবসার জন্য কিনলে জাকাত দিতে হবে, অন্যথায় দিতে হবে না।
(মাবসুতুস সারাখসি : ২/২১৩, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৫/২৪৭)।