বগুড়ার সংবাদদাতাঃ গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বেড়ে গেছে বাঙালি নদীর পানি, বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সারিয়াকান্দি পয়েন্টের যমুনা নদীর পানি।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির জানান যে, গত সপ্তাহে যমুনা নদীর পানি ৮৭ সেন্টিমিটার থেকে পর্যায়ক্রমে ৬৪ সেন্টিমিটার কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে বেড়েছে বাঙালি নদীর পানি।
তিনি আরো জানান, যমুনা নদীর পানির বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটারে আর যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৬৮ মিটারে এতে করে সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সপ্তাহে যমুনা ও বাঙালি নদীর পানি পর্যায়ক্রমে কমতে শুরু করলেও হঠাৎ করে টানা বৃষ্টির পানিতে আবারো বৃদ্ধি পাচ্ছে বাঙালি ও যমুনা নদীর পানি।
এতে করে সারিয়াকান্দি উপজেলার চর অঞ্চলের বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন এর নিম্নাঞ্চলের সমস্ত ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। পানি বৃদ্ধি পাওয়াতে চরের মানুষজন ও গবাদি পশু সহ নদী রক্ষা বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।