নিজস্ব প্রতিনিধি: পুলিশের দূরদর্শিতায় বহুল আলোচিত ভাগিনার হাতে মামা খুনের ঘটনায় ঘাতক ভাগিনা জাহেদুল ইসলামকে গ্ৰেফতার করেছে পুলিশ । অভিযুক্ত ঘাতক ভাগিনার জাহেদুল ইসলাম মহসিন (২২)। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘাতক জাহেদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসুদপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে নৃশংস ভাবে খুন হন মামা মাদ্রাসার সহকারী শিক্ষক আবু রায়হান। এই ঘটনার পর থেকেই ঘাতক ভাগিনা জাহেদুল ইসলাম মহসিন গা ঢাকা দেয়। ঘাতক ভাগিনা কে গ্ৰেফতার করতে মাঠে নামে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অবস মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ও ডিবি পুলিশ সমন্বিতভাবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। সেই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া জামতলা এলাকার আফজাল হোসেন ওরফে আবু রায়হান কে তার নিজ বাড়ির আঙিনায় ছুরিকাঘাতে নৃশংস ভাবে খুন করেন তারই ভাগিনা জাহেদুল ইসলাম মহসিন। নিহত আবু রায়হান পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।