বিশেষ প্রতিবেদন,কলকাতা:ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি কয়েকটি টিভি চ্যানেলের অ্যাঙ্করও আচমকাই একটি ভুয়ো খবর প্রচার করে দেন। ঘটনাটি বিশ্বাস করে অনেকে প্রতিক্রিয়া জানান। বিষয়টি জেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সাংবাদিকরা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিছু ব্যক্তি যে ভাবে ভুয়ো খবর ছড়িয়েছেন, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ভারত এখন ফেক নিউজের কারখানায় পরিণত হয়েছে।’
উল্লেখ্য, এদিন বেলার দিকে আচমকাই ‘প্রণব মুখোপাধ্যায় প্রয়াত’ বলে একটি ভুয়ো খবর প্রচারিত হয়। ভারতের নামি ও দামি সাংবাদিক রাজদীপ সরদেশাইও টুইট করে শোক প্রকাশ করেন। পরে অবশ্য খবরের সত্যতা জেনে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু রাজদীপ সরদেশাইয়ের মতো একজন সাংবাদিক কোনও খবরের সত্যতা যাচাই না করে কী করে এমন মন্তব্য করতে পারেন, তা ভেবে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অবশ্য ইদানীং নানা আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন রাজদীপ। সম্প্রতি হিন্দি সিনেমার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সুশান্ত সিং রাজপুত তেমন বড় কোনও অভিনেতা ছিলেন না। তা হলে তাঁর মৃত্যু নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন? রাজদীপ সরদেশাইয়ের সেই মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছেন অনেকে।
প্রণববাবু সম্পর্কে ওই ভুয়ো সংবাদ বাংলার কয়েকটি টিভি চ্যানেলের অ্যাঙ্করও প্রকাশ করেন। পরে অবশ্য সত্য ঘটনা জানার পর তাঁরা ক্ষমা চেয়ে নেন। কিন্তু ঘটনার সত্যতা না বুঝে কী করে সহজেই প্রচারের স্রোতে এ দেশের সংবাদ মাধ্যম গা ভাসিয়ে দেয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্যাভিজ্ঞ মহলের ধারণা, ভারতে সংবাদ মাধ্যমের সংখ্যা অগুনতি। ইঁদুর দৌড়ে এগিয়ে থাকতে কে আগে সংবাদটি প্রকাশ করতে পারবে, তা নিয়ে সকলেই প্রতিযোগিতায় মত্ত থাকে। সেইজন্য অনেক সময় খবরের সত্যাসত্য যাচাই করার সময় তারা পায় না। তাই এমন ভুল হামেশাই তারা করে থাকে। প্রণব মুখোপাধ্যায় যেহেতু ভারতের শীর্ষস্তরের একজন জ্ঞানী রাজনীতিবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি, তাই অনেকেই এমন প্রচারের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। ফলে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। কিন্তু এই ঘটনা থেকে তাঁরা কতখানি শিক্ষা নেবেন, তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই।
বিষয়টি নিয়ে অভিজিৎ ছাড়াও প্রণববাবুর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও যথেষ্ট বিরক্ত। তাই তাঁরা কারও ফোন আর রিসিভ করছেন না। শুধু তাই নয়, আপাতত তাঁরা কারও সঙ্গে যোগাযোগ রাখতেও চাইছেন না। তাঁকে কেউ যাতে বিরক্ত না করে, টুইটে শর্মিষ্ঠা সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এদিকে, হাসপাতাল সূত্রে শেষ খবর হল, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা একই রকম রয়েছে। সঙ্কট এখনও কাটেনি। ভেন্টিলেশনের সাপোর্টেই কোমায় রয়েছেন তিনি। তাঁর রক্তচাপ এখনও স্থিতিশীল রয়েছে।