বগুড়ার সংবাদদাতাঃ গত কয়েকমাস আগে থেকে হঠাৎ করে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনের রেল লাইনের পার্শ্ববর্তী মূল রাস্তার ফুটপাতের পাশে গাছের নিচে বসবাস শুরু করেন। তিনি কোথায় থেকে সেখানে এসেছেন কেউ বলতে পারেন না। রোদ বৃষ্টি ঝড় সহ্য করে তিনি সেখানে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন।
অসহায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটির পাশে দাঁড়িয়েছে বগুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতফেরী। সংগঠনটির পক্ষ থেকে সেই অসহায় প্রতিবন্ধীকে নোংরা পরিবেশ থেকে পরিচ্ছন্ন পরিবেশে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অপরিচ্ছন্ন থাকা এই প্রতিবন্ধীর মাথার চুল কেটে গোসল করিয়ে তাকে পরিচ্ছন্ন পোশাক পড়িয়ে দিয়েছেন প্রভাতফেরীর সদস্যরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা নাহিদুল ইসলাম নাহিদের সাথে কথা বলে জানা যায়, সংগঠনটি প্রতিনিয়ত এসব মানব কল্যানমূলক কাজ করে আসছে। তারা পথশিশুদের পড়াশোনার প্রজেক্ট নিয়ে কাজ করে ইতোমধ্যে অসহায় গরীব মানুষদের সুনাম ও ভালোবাসা কুড়িয়েছে।