ভোলা জেলা প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।একজন মুক্তচিন্তার আপোসহীন সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিত হেনেস্তার পর বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপকূল সাহিত্য সংসদ, ভোলা।
উপকূল সাহিত্য সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি নীহার মোশারফ ও সাধারণ সম্পাদক গাজী মো. তাহেরুল আলম এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।