বিনোদন প্রতিবেদক: সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ এ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সেই ছবির সুত্র ধরে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান বেশ কিছুদিন আগে তিনি ফ্রেন্ডস এন্ড লেবার পার্টি আয়োজিত প্রথম বাংলাদেশী হিসেবে এতো বড় একটি অনুষ্ঠানে জনপ্রিয় ব্যালে ড্যান্সার একটি রবীন্দ্র সংগীত এ নৃত্য পরিবেশন করেন এবং মোহাম্মদ দ্বীপ সেই অনুষ্ঠানেই একটি লোক নৃত্য পরিবেশন করেন যা সেই সময় ফ্রেন্ডস এন্ড লেবার পার্টির অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছেই প্রশংসিত হয়। সেখানেই ব্যালে ড্যান্সারের সঙ্গে মোহাম্মদ দ্বীপের পরিচয় হয়।
আন্তর্জাতিক এই নৃত্যশিল্পী আরও বলেন তিনি সেই ব্যালে ড্যান্সারের সঙ্গে একটি লোক গানে নৃত্য করেছিলেন। সেই নৃত্যের পর বিলেতে সেই ব্যালে ড্যান্সার তাকে তার সঙ্গে আজীবন নৃত্য করার আমন্ত্রণ জানান কিন্তু তার সঙ্গে নৃত্য করলে বাংলাদেশ ও বাংলা গানে নৃত্য করতে পারবেন না বলে তিনি তাকে না করে দেন।ফলে সেই ব্যালে ড্যান্সার তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।
বাংলাদেশ ও বাংলা গান তাকে সবসময় টানে তাই তিনি বরাবরই বাংলা গানেই নৃত্য করে শুধু দেশকে ও দেশের গানকে ভালোবেসে এরকম অনেক সুযোগ তিনি হাতছাড়া করেছেন।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব লেবার পার্টির প্রধান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী,রুপা চৌধুরী,রুশনারা আলী , আরও অনেক গন্যমান্য যারা তার নৃত্য দেখে ব্যাপক প্রশংসা করেছেন। যদিও ব্যালে ড্যান্সার ও সেখানে নৃত্য করেছিল কিন্তু সবাই মোহাম্মদ দ্বীপেরই প্রশংসা করেছেন। সবশেষে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই নৃত্য শিল্পী মোহাম্মদ দ্বীপ বলেন অনুষ্ঠানটির আয়োজক ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।