[pl_row]
[pl_col col=12]
[pl_text]
স্পোর্টস ডেস্ক:করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে দেশের ক্রিকেটের এই জনপ্রিয় ঘরোয়া লিগ।বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আশাবাদী আন্তর্জাতিক ক্রিকেটের আগেই ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরোয়া ক্রিকেটের প্রয়োজনীয়তা অনেক বলে মনে করেন এই দেশসেরা ওপেনার।
সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে তামিম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমাদের ঘরোয়া ক্রিকেট হওয়াটা অনেক দরকার। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের আগে ঘরোয়া ক্রিকেট হবে। বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ঘরোয়া ক্রিকেট।’
দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে অনেক ক্রিকেটারের আয় রোজকার জড়িত। তাই তামিম মনে করেন প্রিমিয়ার লিগ বন্ধ থাকলে ক্রিকেটাররা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়কের বিশ্বাস দ্রুতই মাঠে ফিরবে ক্রিকেট।
তামিমের ভাষ্য মতে, ‘আমাদের ৭০-৮০ শতাংশ ক্রিকেটারদের আয় এই প্রিমিয়ার লিগের মাধ্যমে হয়। এই প্রিমিয়ার লিগটি আমাদের খেলোয়াড়দের জন্য অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্রিকেটের জন্যেও।’
[/pl_text]
[/pl_col]
[/pl_row]