এস এম সালমান হৃদয়, বগুড়া :
প্রাণ সংঘাতি করোনা ভাইরাস মহামারি শেষ না হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকী আছে আর মাত্র কয়েক মাস। তবে সম্ভাব্য প্রাথীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে।
চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। তবে তৎপরতা বেশি স্বতন্ত্র ও আওয়ামী লীগ ও মনোনয়ন প্রত্যাশীদের।ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন কে চেয়ারম্যান হয়ে।
বগুড়া জেলা বগুড়া সদরের উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের নাম এলাকায় শোনা যাচ্ছে। তারা হলে ১নং ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর হক রকি ও সদর উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফি মাহমুদ , ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক ঠান্ডু, ও তুলনামূলক তরুণ, সৎ, যোগ্য, মেধাবী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সাজ্জাদ হোসেন মানিক ।
এলাকার ভোটারদের কাছে জনপ্রিয় ও ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত তরুণ সাজ্জাদ হোসেন মানিক । ছাত্র জীবন থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড,জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুয়েছেন।
গণসংযোগকালে সাজ্জাদ হোসেন মানিক বলেন, দীর্ঘ সময় জনগণের সেবা করার ইচ্ছে। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরিকল্পনা মাফিক এলাকার সকল শ্রেণি পেশার মানুষের জন্য উন্নয়ন করা ।এলাকার গরীব অসহায় মানুষের পাশে থেকে আমিত্যু কাজ করতে চাই। এবার জনগণ চাইছে তরুণ ও নতুনরা ইউনিয়নবাসির সেবা করার জন্য এগিয়ে আসুক।
সরেজমিনে, এলাকার সাধারণ মানুষের ভালোবাসায় মিশে আছে তাদের নেতা সাজ্জাদ হোসেন মানিক । তৃণমূলের সঙ্গে তিনি মিশে আছেন, শুধু আওয়ামী লীগ বা বিএনপি নয় সকল অন্যমতালম্বি সমর্থকদের ভালোবাসার মানুষ সাজ্জাদ হোসেন মানিক । সকল শ্রেণীর মানুষের সাথে রয়েছে তার অন্য রকম সম্পর্ক। তার দ্বারা আমরা কখনো হয়রানি,ক্ষতি গ্রস্থ হয়নি বরৎ আমাদের সার্বিক সহয়োগীতা করেছে সবসময়। রাত দিন সবসময় তিনি আমাদের পাশে আছেন,যখন যেভাবে ডেকেছি সেই ভাবেই পেয়েছি তাকে আমরা। কোন অহংকার নেই একদম সাদা মনের মানুষ।