প্রত্যয় নিউজডেস্ক: নাব্য সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি না চলায় চরম দুর্ভোগে পড়েছেন নদী পার হতে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ছোট ট্রলার, লঞ্চ ও স্পিডবোটে চলাচল করছেন যাত্রীরা। ঘাটের দুই পাশে আটকা পড়েছে প্রায় ছয় শতাধিক যানবাহন। শুক্রবার সকাল থেকে ঘাটে যাত্রীবাহী পরিবহন না আসলেও পণ্যবাহী পরিবহন কিছু আসছে।
কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে জানা গেছে, বর্ষা মৌসুমে নাব্য সংকটের কারণে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গতকাল ফেরি চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ায় কাঁঠালবাড়ী ফেরিঘাটেই আটকা পড়ে দুই শতাধিক যানবাহন। শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কমপক্ষে আরও ৪০০ গাড়ি। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ঝুঁকি নিয়ে অবৈধভাবে চলাচল করছে ইঞ্জিনচালিত ছোট ট্রলারও।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক জানিয়েছেন, চ্যানেলটি থেকে পলি অপসারণের জন্য ১১টি ড্রেজার মেশিন দিয়ে কাজ করা হচ্ছে। বিকল্প রুট হিসেবে দৌলদিয়া-পাটুরিয়া ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।