রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে ফের সোচ্চার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মনে করেন, করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকরা যথাযথ দায়িত্ব পালন করছেন না।
শনিবার হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন শান্তিতে নোবেলজয়ী এ নেতা। তার ভার্চুয়াল ভাষণটি ফেসবুক, টুইটার, ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকরা যথাযথ দায়িত্ব পালন করছেন না।
এনিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন ওবামা। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিকে ‘ভয়াবহ বিপর্যয়’বলে উল্লেখ করেছিলেন।
শনিবার হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে ওবামা কথা প্রসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার কথা বলেন।
এসময় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে সাবেক ওই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই মহামারি শেষপর্যন্ত ফাঁস করে দিয়েছে যে, দায়িত্বে থাকা অনেক লোক জানেন না তারা কী করছেন। অনেকে দায়িত্ব পালনের ভানও করেন না।’
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবিলায় নেয়া ব্যবস্থাকে ‘পুরোপুরি বিশৃঙ্খল বিপর্যয়’ মন্তব্য করে এর কড়া সমালোচনা করেছিলেন বারাক ওবামা। এর পরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন।
ওবামা এমন এক সময়ে এ কথা বললেন যখন করোনা মহামারিতে পুরোপুরি পর্যুদস্ত যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় সেখানে ১২০০ এর বেশি মানুষ মারা গেছে এবং নতুন আক্রান্ত হয়েছে আরও ২৩ হাজার ৪৮৮ জন। ফলে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জন। আর মারা গেছে মোট ৯০ হাজারের বেশি মানুষ।
ডিপিআর/ জাহিরুল মিলন