বগুড়ার সংবাদদাতাঃ উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ উত্তরবঙ্গের উত্তরসূরীর ১ লাখ সদস্য হওয়ায় সীমিত আকারে ঘরোয়া পরিবেশে কেক কেটে ও লাইভ গান পরিবেশন করে আনন্দ উদযাপন করা হয়।
জানা যায়, উত্তরবঙ্গের ১৭ টি জেলার সদস্যদের নিয়ে পরিচালিত হয়ে আসছে একটি ফেসবুক গ্রুপ যার নাম উত্তরবঙ্গের উত্তরসূরী। তারা ইতিমধ্যে বন্যার্তদের সাহায্য প্রদান করা,করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান সহ নানাবিদ সামাজিক কাজ করে আসছে।
একেবারে শূন্য থেকে শুরু করে নানা রকম কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার কারণে দিনে দিনে জনপ্রিয়তা পেতে পেতে গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে পেতে ইতোমধ্যেই ১ লক্ষ পেরিয়ে গেছে। গ্রুপটির অস্থায়ী কার্যালয় বগুড়ার বড়গোলায় সীমিত আকারে ঘরোয়া পরিবেশে এক লাখ সদস্য হওয়ায় কেক কেটে ও লাইভ গান পরিবেশন করে আনন্দ উদযাপন করা হয়।
গ্রুপের এডমিন তানজিম মোর্শেদ জানান, প্রথমে আমরা আর বাকি ফেসবুক গ্রুপ গুলোর মতই টাইমপাস করার উদ্দেশ্যে গ্রুপটি চালু করেছিলাম। কিন্তু দিনে দিনে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং সদস্যদের পরামর্শে নানারকম সামাজিক উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবক মূলক কার্যক্রম পরিচালনা করতে করতেই এতদূর আসতে পেরেছি। গ্রুপটির অন্যতম এডমিন তৌহিদ পারভেজ বিপ্লব জানান, তারা শুরু থেকেই নানান রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের এসব কার্যক্রমে উত্তরবঙ্গের সবকটি জেলার মানুষ এগিয়ে আসায় তাদের কার্যক্রম গুলো সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এরই প্রেক্ষিতে তারা ভবিষ্যতে আরও সামাজিক কাজে এগিয়ে আসবে বরাবরের মতই। উত্তরবঙ্গের উত্তরসূরির সকল সদস্যদের এবং এসব কাজে সহায়তাকারী প্রশাসনের সর্বস্তরের লোকজন কে ধন্যবাদ জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিম মোর্শেদ, তৌহিদ পারভেজ বিপ্লব, সামিউল ইসলাম সনি, সূজিত আনোয়ার, হাজী মারুফুর রহমান, রাকিবুল হাসান শান্ত, রাফিদ ইয়াসার, আসাফ উদ-দৌলাহ্, অভি, সম্পদ প্রমূখ সহ ফেসবুক লাইফে কয়েক হাজার সদস্য।