1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ফ্রান্সের এরিয়েল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস জয় করলেন ৭ বাংলাদেশী

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৪৪ Time View

স্টাফ রিপোর্টারঃ  এরিয়েল ফটোগ্রাফি অ্যাওযার্ডস ২০২০ এর বিভিন্ন বিভাগে সম্মাননা জিতে নিয়েছেন বাংলাদেশের ০৭ আলোকচিত্রী। তাঁরা হলেন আজিম খান রনি, মোঃ তানভীর হাসান রোহান,পিনু রহমান,তৌহিদ পারভেজ বিপ্লব, আবদুল মোমিন,আলী আশরাফ ভূইয়া ও সুজন অধিকারী। তাদের সর্বমোট ১৫টি ছবি এই প্রতিযোগিতায় সম্মাননা অর্জন করে সেখান থেকে ৭টি ছবি সেরা হয়েছে।

বিজয়ীদের একজন তৌহিদ পারভেজ বিপ্লব জানান, এক এই মেইল বার্তার কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান বিশ্বব্যাপী পেশাদার ও শৌখিন আলোকচিত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজক দেশ ফ্রান্স। বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান এরিয়াল আলোকচিত্রীদের ফ্রান্সের আলোকচিত্র অঙ্গনসহ বিশ্ব আলোকচিত্র অঙ্গনে ভিন্ন আঙ্গিকে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যেই মূলত এ আয়োজন।

প্রথমবারের মত শুরু হওয়া এ প্রদর্শনী ও প্রতিযোগিতার ৬টি প্রধান বিভাগে জমা পড়া কয়েক হাজার ছবি। সেখান থেকে বিশ্ব বরন্য খ্যাতনামা ১২জন বিচারকের চুলচেরা বিশ্লেষণের পর আপা ২০২০ এর বিজয়ী ছবিগুলো নির্বাচিত করেন ।
বাংলাদেশের সাত আলোকচিত্রীর মধ্যে পেশায় আজিম খান রনির ২টি ছবি যথাক্রমে পিপল এবং এডিটোরিয়াল ক্যাটেগরীতে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া রনি এডিটোরিয়াল ক্যাটেগরীতে ওভার অল এরিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার হিসেবে ২য় স্থান অধিকারের পাশাপাশি স্পেশাল মেনশন ক্যাটেগরীতে তার রয়েছে আরও ৪টি সম্মাননা। ট্রাভেল আলোকচিত্রী মোঃ তানভীর হাসান রোহানের ১টি ছবি এডিটোরিয়াল ক্যাটেগরীতে চতুর্থ স্থান অধিকারের পাশাপাশি স্পেশাল মেনশন ক্যাটেগরীতে তার রয়েছে আরও ৩টি সম্মাননা। শৌখিন এবং ভার্সেটাইল আলোকচিত্রী পিনু রহমানের তোলা ১টি ছবি এডিটোরিয়াল ক্যাটেগরীতে তৃতীয় স্থান অধিকার করেছে। পেশায় পিনু রহমান রাস্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

শৌখিন আলোকচিত্রী মোঃ তৌহিদ পারবেজ বিপ্লব আরও জানান, তাঁর নিজের তোলা ১টি ছবি ম্যান মেড ক্যাটেগরীতে চতুর্থ স্থান অধিকার করেছে। পেশায় বিপ্লব একজন ব্যবসায়ী এবং বগুড়া ফটোগ্রাফিক ক্লাব এর ফাউন্ডার।প্রকৃতি বিষয়ক শৌখিন আলোকচিত্রী আলী আশরাফ ভূইয়ার তোলা ১টি ছবি স্পেশাল মেনশন ক্যাটেগরীতে সম্মাননা অর্জন করেছে। আলী আশরাফ পেশায় বাংলাদেশ পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা। ট্রাভেল আলোকচিত্রী আবদুল মোমিনের তোলা ১টি ছবি স্পেশাল মেনশন ক্যাটেগরীতে সম্মাননা অর্জন করেছে। বিখ্যাত এ আলোকচিত্রী পেশায় একজন শৌখিন আলোকচিত্রী। সুজন অধিকারীর তোলা একটি ছবি ১টি ছবি স্পেশাল মেনশন ক্যাটেগরীতে সম্মাননা অর্জন করেছে।

জয়ীরা জানান, এ বছরের এপ্রিল মাসে এ প্রতিযোগিতার ছবি জমা নেয়া শুরু হয় যা শেষ হয় গত ২০ সেপ্টেম্বর। ৬৫টি দেশ থেকে ছবি জমা পড়া কয়েক হাজার ছবি থেকে থেকে বাছাই করা হয় বিজয়ী ছবিগুলো।প্যারিস শহরের প্রাণকেন্দ্রে এবছর ১৪ ও ১৫ নভেম্বর প্যারিস ফটো (The largest Photo Fair in the world) উতসব চলাকালীন সময়ে বিজয়ী ছবিগুলো প্রদর্শনীর কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর অনলাইনেই প্রদর্শনীসহ বাকি আয়োজন সম্পন্ন হবে।

এই অর্জন দেশের জন্য সম্মানের মনে করছেন বিজয়ীরা পিনু রহমান রহমান জানান, অন্যদেশে যেকোন প্রতিযোগিতায় জয়ী হওয়া দেশের জন্য সম্মানের। আশাকরছি বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিভাবান যে ফটোগ্রাফার আছেন তারা আগামী আরও অনেক পুরুষকার এনে দেশকে বিশ্বব্যাপী সম্মানের সাথে পরিচিত করবেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..