প্রত্যয় ইউরোপ ডেস্ক: ফ্রান্সের একটি গ্রামে বুধবার গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। পুলিশ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এক নারীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। ফোন পেয়ে পুলিশ সদস্যরা প্রত্যন্ত ওই এলাকাটিতে পৌঁছালে এক ব্যক্তি তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
নিকটস্থ ফরাসী শহর সেন্ট-জাস্টের মেয়র জানিয়েছেন, ঘটনার পর বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মেয়র ফ্রাঙ্কোইস চ্যাটার্ড বলেন, লিয়ন শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমের ওই গ্রামটিতে পারিবারিক সহিংসতার খবর দিয়ে পুলিশকে ডেকে নেওয়া হয়েছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৪৮ বছরের এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে বাড়ির ছাদে আশ্রয় নেওয়া সহিংসতার শিকার ওই নারীকে নিরাপদে উদ্ধারে সমর্থ হয় পুলিশ সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামটিতে এখনও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।