দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি না সরাসরি অনুষ্ঠিত হবে তা জানা যাবে এ সপ্তাহের শুরুতে।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে বৈঠক শেষে বাংলা একাডেমির মহাপরিচালক ড. হাবিবুল্লাহ সিরাজী এ তথ্য জানান।
তবে বাংলা একাডেমির একটি সূত্র জানা যায়, বাংলা একাডেমির বৈঠকে এবারের অমর একুশে বইমেলা ২০২১ ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসলে যেকোনো মাসে তা সরাসরি আয়োজন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক ড. হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘আমরা মন্ত্রণালয়কে অফিশিয়ালি কোনো সিদ্ধান্ত জানাইনি। আমরা আলোচনা করেছি। কী অবস্থায় কোন পরিস্থিতিতে বইমেলা হবে, মিটিংয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এই সপ্তাহের শুরুর দিকে (রবি বা সোমবার) আমাদের যে সিদ্ধান্ত সেটা জানাবো।’
তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়কে জানানোর পর তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।