বগুড়ার সংবাদদাতাঃ পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুদ করায় রাজাবাজারের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা। তিনি দৈনিক প্রত্যয় কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাবাজার এর ব্যবসায়ী নুর ইসলাম এর টিনপট্টি বায়তুন নূর মসজিদ এর নিচে অবস্থিত গোডাউন এ অভিযান পরিচালনা করেন। প্রথমে ব্যবসায়ী নুর ইসলাম উক্ত গোডাউনগুলোকে কে তার নিজের বলিয়া অস্বীকার করলেও পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় গোডাউন দুটি তারই। পরবর্তীতে নুর ইসলাম নিজেও স্বীকার করে নেন যে গোডাউন দুটি তার। গোডাউন দুটিতে প্রায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ করা ছিল।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ করায় ব্যবসায়ী নূরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং জেলা পরিবেশ রক্ষা কর্মকর্তারা উক্ত গোডাউন দুটির মালামাল জব্দ করে নেয়।