বগুড়ার সংবাদদাতাঃ আগামী ১৪ জুলাই বগুড়া -১ (সোনাতলা+ সারিয়াকান্দি) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্ত্রী জনাব সাহাদারা মান্নান কে জয়ী করতে আহবান জানিয়েছেন ম. আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, ডাকসুর সাবেক সদস্য ও সারিয়াকান্দির সন্তান ম.আব্দুর রাজ্জাক বলেন আসন্ন বগুড়া-১ (সোনাতলা+সারিয়াকান্দি) এর উপ-নির্বাচন এই দুই থানার অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে, প্রয়াত জননেতা আব্দুল মান্নান কে হারিয়ে আমি যেমন ব্যাক্তিগতভাবে আমার বড় ভাইকে হারিয়েছি ঠিক তেমনই সারিয়াকান্দী সোনাতলার মানুষ তাদের একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে।
তিনি আরও বলেন যে, আজ তিনি আমাদের মাঝে নেই, তার অভাব পূরণ করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সহর্ধমিনী সাহাদারা মান্নানকে মনোনয়ন দিয়েছেন। প্রয়াত জননেতা মরহুম আব্দুল মান্নান ছিলেন, একজন মাটি ও মানুষের নেতা। তিনি তার জীবনের শেষদিন অবধি এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে গেছেন।
তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন যে, আগামী ১৪ জুলাই উপ নির্বাচনে দল, মত, ব্যাক্তি স্বার্থ সহ সবকিছু ভুলে গিয়ে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করে, যে কোনো মূল্যে তাকে বিজয়ী করতে হবে। শুধুমাত্র তার বিজয় সুনিশ্চিত হলেই এই জনপদের গনমানুষের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি যমুনার ভাঙ্গন রোধ সহ যাবতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।