বগুড়ার সংবাদদাতাঃ গতকাল ১৬ই আগস্ট বগুড়ায় ২৬৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। দুজনেই শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত দুজনেই পুরুষ ও বাড়ি বগুড়া সদরে। এ নিয়ে বগুড়ায় করোনায় মোট মৃত্যু সংখ্যা ১৩৩ জন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফোকাল পার্সন ডা. ফারজানুল ইসলাম নিয়মিত ফেসবুক লাইভে এসব জানিয়েছেন।
একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৫০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৯৬জন।
গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩৭ টি। পরীক্ষা করা হয়েছে ২৬৩ টি। ডা. ফারজানুল জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি নমুনা পরীক্ষায় ৫৫ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৬০, নারী ২৭ ও শিশু ৩ জন।