বগুড়া সংবাদদাতা:বগুড়া জেলার করোনা পরিস্থিতি নিয়ে সোমবার সকালে স্বাস্থ্য দপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন। তিনি জানান, বগুড়ায় গত ২১শে জুন ঢাকায় পাঠানো নমুনা সহ বগুড়ার সরকারি ও বেসরকারী ২ টি পি সি আর ল্যাবে ৩৯২ টি নমুনা পরীক্ষায় মোট ১০৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৯৪ জনে দাড়িয়েছে।
তিনি আরও জানান যে ২১শে জুন ৩৩ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২৪৮ জন। পাশাপাশি এদিন নতুন করে ২ জনের মৃত্যু হবার ফলে মোট মৃত্যুর সংখ্যা ৩৩ এ দাড়ালো।
ডা. তুহিন জানান ২১শে জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পি সি আর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের পজিটিভ ও বেসরকারী টিএমএসএস মেডিকেল কলেজের পি সি আর ল্যাবে ৭৮ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে ঢাকায় পাঠানো ১২৬ টি নমুনার মধ্যে ৩২ জনের পজিটিভ এসেছ।
উল্লেখ্য যে, বগুড়ায় গত ১লা এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। ২১শে জুন পর্যন্ত বগুড়ায় মোট নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৭০০ টি। এর মধ্যে ১২ হাজার ৪১৫ টি নমুনার ফলাফল এসেছে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৭ই জুন পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আছে ৮৯১ জন। উপজেলা ভিত্তিকঃ সারিয়াকান্দিতে ৪২ জন, সোনাতলায় ২৪ জন, শিবগঞ্জে ২৯ জন, আদমদিঘীতে ১২ জন, কাহালুতে ২০ জন, নন্দীগ্রামে ২১ জন, শেরপুরে ২৮ জন, ধুনটে ২১ জন, গাবতলীতে ৬১ জন, দুপচাচিয়ায় ৬৪ জন, শাজাহানপুরে ৪০ জন ও সর্বোচ্চ সংখক ৫২৯ জন রয়েছে সদরে।
আরও উল্লেখ্য যে, সদরের সর্বাধিক আক্রান্ত ৯ টি এলাকা রেড জোন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এলাকা সমুহ হলো চেলোপাড়া, নারুলী, নাটাইপাড়া, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতীনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী। এসকল এলাকায় সাধারন ছুটি ঘোষণা করা হয়েছে।