বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার শেরপুর ও দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮০(দুইশত আশি) পিচ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়ার ডিবি পুলিশ।
জানা যায়, পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে ।ডিবি বগুড়ার একটি চৌকস টিম ইং-১৪/০৮/২০২০ তারিখ রাত্রি ১১.২০ ঘটিকার সময় বগুড়ার শেরপুর থানাধীন ছোনকা বাজার হইতে ১৮০(একশত আশি) পিচ ইয়াবাসহ আসামী ১. মোঃ মাহমুদুল সরকার ওরফে বাপ্পি(৩৪), পিতা-মোঃ আলহাজ্ব শামছুল আলম, সাং-মহিমাগঞ্জ মাদ্রাসা মোড়, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা ও ২. মোছাঃ মাহমুদ আফরোজ সীমা(৩৮), স্বামী-মোঃ হাসিবুর রহমান বাবু, সাং-হাছানপুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি টিম ইং-১৫/০৮/২০২০ তারিখ সকাল ০৯.২০ ঘটিকার সময় বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজার হইতে ১০০(একশত) পিচ ইয়াবাসহ আসামী ১. মোঃ দুলাল মণ্ডল(৩২), পিতা-মোঃ চান মিয়া মণ্ডল, সাং-স্বর্গপুর ডাক্তার পাড়া, থানা-দুপচাঁচিয়া ও ২. মোঃ সাদিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আবুল কাশেম ফকির, সাং-চাকদহ ফকির পাড়া, থানা-কাহালু, উভয় জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে।
বগুড়ার ডিবির ওসি আসলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার দুপচাঁচিয়া ও শেরপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।