বগুড়া সংবাদদাতা:আজ শনিবার ভোর ৬ টার দিকে বগুড়ার মাটিডালি স্কুল সংলগ্ন এলাকায় পিকআপের চাপায় পিষ্ট হয়ে কাজের সন্ধানে আসা চারজন দিন মজুর নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন বগুড়া সদরের খামারকান্দি এলাকার মৃত কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম। সদর উপজেলার তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আবু জাফর। অপর একজন হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত জালাদু শেখের পুত্র আজগর আলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধোপডাঙ্গা এলাকার মন্টু।
অপরদিকে আহতরা হলেন রংপুরের পীরগঞ্জের হাসানপুর এলাকার মহিদুল ইসলাম, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নালারবাতান এলাকার খাজির উদ্দিন।পুলিশ জানায় ভোরে রংপুর গামী একটি মিনি ট্রাক বগুড়ার মাটিডালি স্কুল এলাকা দিনমজুর হাটে কিছু লোকজন কে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে। বাকি আহত তিনজন সেখানে চিকিৎসাধীন ছিলো তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিলো। তারমধ্যে ১ জন একটু আগেই মৃত্যুবরন করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর দৈনিক প্রত্যয় কে জানান যে, চাপা দেয়া পিকআপটির চালককে এখনো ধরা যায়নি তবে খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।