বগুড়ার সংবাদদাতাঃ করােনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির অদ্য ০৬ জুলাই তারিখের সভার সিদ্ধান্ত ও সিভিল সার্জন কার্যালয়ের পত্রের প্রেক্ষিতে উল্লিখিত এলাকাগুলােকে অদ্য ০৬ জুলাই ২০২০খ্রি. বিকাল ৫.০০ টা হতে আগামী ১৫(পনের) দিন অর্থাৎ ২১ জুলাই ২০২০ খ্রি. তারিখ বিকাল ০৫.০০টা পর্যন্ত রেড জোন হিসেবে বর্ধিত করা হয়েছে। জেলা প্রশাসক জনাব জিয়াউল হক মহোদয়ের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বগুড়া পৌরসভার চেলােপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলােনী এলাকা রেড জোন হিসেবে ঘােষণা করা হয়। এসময় নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ প্রদান করা হয়েছে।
উক্ত রেড জোন এলাকায়ঃ
সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে। সকল জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবেন। সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। কোভিড-১৯ মােকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করতে হবে। এ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তিবর্গের(অন ডিউটি) পরিবহন, কোভিড-১৯ মােকাবেলা ও জরুরী পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি, জরুরী সংবাদকর্মীর গাড়ি এর আওতার বাইরে থাকবে। সকল প্রকার দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঔষধের দোকান, ইন্টারনেট সেবা ও মােবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে। কোভিড-১৯ মােকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খােলা থাকবে। সকল হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড-১৯ মােকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা এর আওতার বাইরে থাকবে। বগুড়া জেলায় আন্ত: উপজেলা যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। জরুরী প্রয়ােজনে বের হলে সকলকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে। প্রকাশ্য স্থানে বা গণজমায়েত করে কোন প্রকার ত্রাণ,খাদ্য সামগ্রী বা অন্য কোন পণ্য বিতরণ করা যাবে না।