বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া সদর থানার ১৫ নং গোকুল ইউনিয়নের ‘বিট পুলিশিং কার্যক্রম’ শীর্ষক এক মতবিনিময় সভা রোববার বিকেলে সদরের গোকুল ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও এস আই সোহেল রানার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপির নেতৃত্বে এবং বগুড়ায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়তে বগুড়ায় পুলিশের প্রতিটি সদস্য প্রতিশ্রতিবদ্ধ। অপরাধ দমনে জিরো টলারেন্স আনতে বগুড়ায় পুলিশের অভিযান চলমান থাকবে আর এক্ষেত্রে তথ্য দিয়ে সর্বদা পুলিশকে সহযোগিতা করার জন্যে (৯৯৯) এ ফোন করাজ জন্য তিনি সকলকে আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, পলিশ পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং হাসান আলী, গোকুল ইউনিয়ন বিট পুলিশিং ইনচার্জ এস আই বেদার উদ্দীন, এ এস আই আব্দুন সালাম, গোকুল কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য আলী রেজা তোতন, জাকির হোসেন, হাজেরা বেগম,নজমল হোসেন, রফিকুল ইসলাম, সুজন,দুলাল প্রমুখ। শেষে গোকুল ইউনিয়ন ‘বিট পুলিশিং কার্যক্রম’ পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন অতিথি বৃন্দ।