বগুড়ার সংবাদদাতাঃ কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আজ ২১ জুলাই রোজ মঙ্গলবার, করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জেলা কমিটি, বগুড়া কর্তৃক আয়োজিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সদর উপজেলার ঠনঠনিয়া ও কলোনী এলাকাকে রেড জোনিং এর আওতায় লকডাউন এর মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে এবং বাকি এলাকা সমূহের লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য যে, করােনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি গত ০৬ জুলাই ২০২০খ্রি. বিকাল ৫.০০ টা হতে ২১ জুলাই ২০২০ খ্রি. তারিখ বিকাল ০৫.০০টা পর্যন্ত রেড জোন হিসেবে বর্ধিত করেছিলো। একালাগুলো হচ্ছে, চেলােপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলােনী এলাকা রেড জোন হিসেবে ঘােষণা করা হয়। উক্ত ৯ টি এলাকার মধ্যে ৭ টি এলাকার লকডাউন বাতিল হরা হয়েছে। শুধু ঠনঠনিয়া ও কলোনী এই দুইটি এলাকার লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে।
উক্ত রেড জোন চিহ্নিত লকডাউনকৃত এলাকায়ঃ
সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘােষণা করা হয়েছে। সকল জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবেন। সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। কোভিড-১৯ মােকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করতে হবে। এ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তিবর্গের(অন ডিউটি) পরিবহন, কোভিড-১৯ মােকাবেলা ও জরুরী পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি, জরুরী সংবাদকর্মীর গাড়ি এর আওতার বাইরে থাকবে। সকল প্রকার দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঔষধের দোকান, ইন্টারনেট সেবা ও মােবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে। কোভিড-১৯ মােকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খােলা থাকবে। সকল হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড-১৯ মােকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা এর আওতার বাইরে থাকবে। বগুড়া জেলায় আন্ত: উপজেলা যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। জরুরী প্রয়ােজনে বের হলে সকলকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে। প্রকাশ্য স্থানে বা গণজমায়েত করে কোন প্রকার ত্রাণ,খাদ্য সামগ্রী বা অন্য কোন পণ্য বিতরণ করা যাবে না।