বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী চলমান মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের সময় ০৮( আট) জন মাদকসেবিকে আটক করেছে বলে জানা যায়।
জানা যায়, ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্ব এসআই শহিদুল ইসলাম, এএসআই নুরে আলম, এটিএসআই সাজ্জাদ, এএসআই আহসান, এটিএসআই নাসিম সহ সংগীয় ফোর্সের সহায়তায় আজ ১৭ জুলাই তারিখ রাত্রী ১২.৩৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন জেলা শিল্পকলা একাডেমীর পূর্ব পার্শ্বে শিববাটিস্হ সুবিলের পাড়ে ফাঁকা জায়গায় বসে মাদক সেবনের সময় আসামী ০১। ফজলু(৫০) পিতা মৃত শামসুল সাং ফুলবাড়ী মধ্যপাড়া, ০২।শাফি(৫০) পিতা মৃত হারুনুর রসিদ সাং বৃন্দাবন পশ্চিম পাড়া, ০৩।দুলাল(৪৫) পিতা মৃত দুদু মিয়া সাং বৃন্দাবন প্রফেসরপাড়া, ০৪।শফিকুল ইসলাম (৪৩) পিতা মৃত হারনুর রশিদ সাংবৃন্দাবন পশৃচিমপাড়া, ০৫। বিপুল আকন্দ(৩৫) পিতা পিতা মৃত আব্দুল মজিদ সাং শিববাটি জিজি রায় লেন, ০৬।শাহিন(২৬) পিতা মৃত মোস্তফা সাং মাটিডালি হ্বাজিপাড়া সকলের থানা বগুড়া সদর, ০৭। আবু সাঈদ(২৬) পিতা মৃত বুলু মিয়া সাং কানতারা থানা শিবগঞ্জ, ০৮। মাসুদ রানা(৪২) পিতা পিতা মৃত খায়রুল ইসলাম সাং মাদলা থানা শাহজাহানপুর সর্বজেলা বগুড়াগনদের গ্রেফতার করে।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বরাবরের মতোই জানান যে, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ী এলাকায় মাদক সেবি ও বিক্রেতাদের কোনওদিনই ঠাই ছিলোনা ও ভবিষ্যতেও এই এলাকায় থাকতে হলে তাদেরকে এসব ছেড়ে দিয়ে ভালোপথে চলতে হবে। উল্লেখ্য যে ইতোপূর্বে উক্ত ফাঁড়ী করোনাভাইরাস মোকাবিলায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ও মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন যে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।