বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এস এম রুপমকে বরখাস্ত করা হয়েছে। সরকারি নিয়মনীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির ১৯৮ জন উপকারভোগীর নিকট হতে বিবিধ ট্যাক্সের নামে ২৮০ টাকা হারে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক, বগুড়া বর্ণীত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
উল্লেখ্য যে গত ১৫ই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় যে, শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নের অসহায় বাসিন্দারা প্রত্যেকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের ২৫০০ টাকা নেয়ার জন্যে ৫০০ টাকা জমা পূর্বক বিকাশ একাউন্ট খুলতেছে। তাদের সাথে কথা বলে জানা যায় যে, সকলকে ইউপি চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন এমনটি করতে। ভিডিওটি তৎক্ষনাৎ শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের নজরে আনলে তিনি দৈনিক প্রত্যয় কে জানান যে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তৎক্ষনাৎ তিনি ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হয়।
এদিকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্যদের আলাদাভাবে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, কেন তাদেরকে চূড়ান্তভাবে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হবে না তার জবাবপত্র ১০ দিনের মধ্যে জেলা প্রশাসক এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে হবে।