নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বগুড়া জেলার সকল থানায় মোবাইল ফোনের খুদে বার্তায়(SMS) জিডি বা মামলার তথ্য প্রদানের সেবা চালু করা হয়েছে।
এখন থেকে জিডি/মামলার আবেদনকারীকে মোবাইল ফোনের খুদে বার্তায় তার বিষয়টির তদন্তকারী কর্মকর্তা নাম এবং মোবাইল নম্বর জানিয়ে দেয়া হবে।সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের স্থায়ী নম্বর থেকে এই বার্তা প্রেরণ করা হচ্ছে। গতকাল ২ সেপ্টেম্বর জেলায় ৫৫ জন আবেদনকারীর কাছে এমন বার্তা প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চালু হওয়া এই সেবা ভবিষ্যতে অব্যাহত থাকবে। পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে সম্মানিত রেঞ্জ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি স্যারের নির্দেশনায় এই সেবা চালু হয়েছে।