প্রত্যয় ডেস্ক, বগুড়া প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির ফলে বগুড়ার সারিয়াকান্দিতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গেল ২৪ ঘন্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার সহকারি প্রকৌশলী হুমায়ুন কবিরের সাথে কথা বললে তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে বগুড়ার সারিয়াকান্দির যমুনা ও বাঙালি নদীর পানি। এতে উপজেলার বেশ কয়েকটি গ্রামে নতুন করে বন্যার পানিতে কবলিত হয়েছে ব্যাপকহারে তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি। মানবেতর জীবনযাপন করছে উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের সাথে কথা বললে তিনি জানান, যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধির কারণে সারিয়াকান্দি উপজেলার প্রায় সাড়ে ৩০০ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে কবলিত হয়েছে ।
রিপোর্টঃ রাকিবুল হাসান শান্ত