বিশেষ প্রতিনিধিঃ মঙ্গলবার ২৫ আগস্ট সকাল থেকে বগুড়ায় পৃথক পৃথক চারটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমান আদালতে সড়ক আইন অমান্য করা, মাস্ক না পরিধান করা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় সর্বমোট ১৯ মামলা ও অর্থ দন্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা, মোহাম্মদ তাসনিমুজ্জামান, মারুফ আফজাল রাজন ও ফেরদৌস আরা।
জানা যায় সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা অনুযায়ী মাস্ক পরার অপরাধে পাঁচটি মামলায় ২০ জনকে ২০০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা। লাইসেন্স ও হেলমেট বিহীন এবং ফিটনেস ট্যাক্স টোকেন বিহীন অবস্থায় মোটরযান চালানোর অপরাধে ১১ টি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২৫ হাজার দুই শত টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ও ফেরদৌস আরা। অপরদিকে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে তিনটি মামলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৬০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাসনিমুজ্জামান।