বগুড়া সংবাদদাতা:মঙ্গলবার ২৩ জুন বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ফোকাল পার্সন ডা. বুবলি সাহা নিয়িমিত ভিডিও বার্তায় বগুড়া সদরের গত ২২জুন এর (সর্বশেষ) ফলাফল অনুযায়ী নতুন করে ১৩৬ জন করোনায় আক্রান্তের এলাকা ভিত্তিক তথ্য প্রকাশ করেছেন।
তার দেয়া তথ্য মতে সদরের ৯০ জনের মধ্যে আটাপাড়া ২ জন, বারোপুর ৩ জন, বিসিক ১ জন, বড়গোলা ৪ জন, চকসুত্রাপুর ২ জন, কলোনি ৪ জন, চারমাথা ১ জন, হাজরাদীঘি ১ জন, ফুলতলা ৩ জন, ফুলবাড়ি ৩ জন, জ্জলেশ্বরীতলা ৪ জন, জহুরুলনগর ৩ জন, জেলখানা ১ জন, খান্দার ৩ জন, লতিফপুর কলোনী ৩ জন, কাটনারপাড়া ১ জন, মোহাম্মাদালীতে ২ জন, মালতীনগর ৬ জন, নারুলী ৪ জন, নাটাইপাড়া ২ জন, নিশিন্দারা ৩ জন, নূরানীমোড় ১ জন, পুরান বগুড়া ১ জন, পিটি আই মোড় ১ জন, রহমাননগর ১ জন, পার বগুড়া ১ জন, সদর থানা ১ জন, শাকপালা ২ জন, শিববাটি ২ জন, সুলতানগঞ্জপাড়া ১ জন, সুত্রাপুর ৪ জন, শজিমেক ১ জন, ঠনঠনিয়া ৫ জন, ঠেংগামাড়া ১ জন, উপশহর ১ জন, ছোট কুমিড়া ১ জন, লাহিরীপাড়া ২ জন, নুনগোলা ১ জন এবং সেউজগাড়ী এলাকায় নতুন করে ২ জন শনাক্ত হয়েছেন।
এছাড়াও এদের মধ্যে ৭ জনের ফোন বন্ধ পাওয়া গেছে। ফোন ধরেনি ১ জন, নাম্বার ভুল দেওয়া আছে ২ জনের এবং ১ জন অন্য জেলার বাসিন্দা রয়েছে।