বগুড়ার সংবাদদাতাঃ অদ্য বুধবার ৮ই জুলাই সকাল ১১ টায় সোনাতলা উপজেলায় সোনাতলা ও সারিয়াকান্দি (বগুড়া -১) আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ। নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয় সোনাতলার বালুয়া ইউনিয়নের আটকোরিয়া গ্রামে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী ও উক্ত বগুড়া-১ নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যে সাহাদারা মান্নান বলেন যে, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার জনগণ আব্দুল মান্নান এর মৃত্যুতে অভিভাবক শূন্য হয়েছেন। আব্দুল মান্নান উক্ত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা সবসময় ভাবতেন। তিনি আরও বলেন যে, মানুষেরা দুঃখ থেকে বাঁচার জন্য উপ-নির্বাচন চায়, কিন্তু নিশ্চিত হারবে জেনে বিএনপি এই নির্বাচন পেছানোর জন্য পায়তারা করছে।
উক্ত নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু প্রমুখ।
প্রয়াত আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন তার বক্তব্য বলেন, ‘আমার বাবা আবদুল মান্নান সবসময়ই সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করতেন,তার দেখা স্বপ্ন পূরনের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান এর বিকল্প নেই। তিনি জনগণের কাছে ভোট চেয়েছেন।’