বগুড়ার সংবাদদাতাঃ আজ ১৪ই জুলাই বগুড়া-১ (সোনাতলা+ সারিয়াকান্দি) আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ এর প্রার্থী সাহাদারা মান্নান বিপুল ভোটে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪৫ হাজার ৯৬৬, তার নিকটতম প্রতিদ্বন্দী ট্রাক মার্কা পেয়েছে ১ হাজার২১৮ ভোট ও লাঙ্গল পেয়েছে ৯৬৯ ভোট। মোট ভোটারের পরিমান ছিলো ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন।
এ আসন থেকে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন আওয়ামীলীগ থেকে সাহাদারা মান্নান তার মার্কা নৌকা , জাতীয় পার্টির প্রার্থী মোকসেদুল আলম তার মার্কা লাঙ্গল, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মোঃ রনি তার মার্কা বাঘ, খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম তার মার্কা বটগাছ, সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ এন্তাজ তার মার্কা ট্রাক। উল্লেখ্য যে বিএনপির প্রার্থী আহসানুল তৈয়ব জাকির ইতোমধ্যে কেন্দ্রীয় নির্দেশে করোনা ও বন্যার কারনে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
গত ১৮ই জানুয়ারী বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আবদুল মান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপিও ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে । ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদে নির্বাচনে জয় পান তিনি। আব্দুল মান্নান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তার মৃত্যুর পরে ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে ১৪ই জুলাই নির্ধারণ করা হয়। কারণ ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।
বিজয়ী আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার মৃত্যুর পরে শুন্য হওয়া আসনটিতে তার স্ত্রী প্রার্থী হন।